কয়েক শতাব্দী স্পেনের একটি মঠে পড়েই ছিল। নজরে পড়েনি কারও। সেটি হল শেক্সপিয়ারের একটি নাটকের দুর্লভ বই। সেটি ছাপা হয়েছিল ১৬৩৪ সালে। নাটকের নাম " টু নোবল কিনসমেন।" এটি ভালোবাসা, শত্রুতা, উন্মাদনার নাটক, সহলেখক জন ফ্লেচার।
মনে করা হচ্ছে, ১৬৩৫ থেকে ১৬৪০ সালের মধ্যে নাটকটি পৌছেছিল স্পেনে। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক জন স্টোন এটি পেয়েছেন রয়্যাল স্কট কলেজে। তিনি সঙ্গে সঙ্গেই বইটির গুরুত্ব বুঝতে পারেন। সপ্তদশ, অষ্টদশ শতকে স্পেনে ইংরেজি বই ছিল খুবই দুর্লভ। স্পেনের সীমান্তে কড়া তল্লাশির পরই প্রোটেস্টান্ট ইংল্যান্ড থেকে ক্যাথলিক স্পেনে আসতে পারত বইপত্র।
শেক্সপিয়ারের এই নাটক রক্ষীদের নজর এড়িয়ে কোনওমতে কোনও পর্যটকের হাত ধরে ঢুকে এসেছিল স্পেনে। এটিই স্পেনে শেক্সপিয়ারের বইয়ের প্রাচীনতম সংস্করণ। এতদিন পর্যন্ত ভোল্লাডোলিডের জেসুইট ইংলিশ কলেজে পাওয়া শেক্সপিয়ারের বইটিকেই প্রাচীনতম বলে ধরা হত। সেই বইটি আমেরিকান শিল্পপতি কিনে নিয়ে গিয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback