বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তিনি দলে আসার পর একের পর এক টেস্ট সিরিজ জেতে ভারত। বিশ্ব রেকর্ড তিনিই করেন প্রথম। বিশ্বকাপ ৮৩-র জয়ের অন্যতম কাণ্ডারী তিনি। তাঁর নেতৃত্বে মিনি ওয়ার্ল্ডকাপ পায় ১৯৮৫-তে। সেই সানি কমেন্ট্রি বক্সেও সেরা হন খেলা ছাড়ার পর। আজ সামান্য কোহলিকে নিয়ে ভাষ্যে ঠাট্টা করে এক শ্রেণীর রাজনৈতিক নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ নিয়ে উত্তরও দিয়েছেন গাভাস্কার। বলেছেন, টেনিস বল নিয়ে স্ত্রীর সাথে খেলার পোস্ট দেখেই এই মন্তব্য। যদিও নেটিজেনদের অন্য অংশ কোহলির তুমুল সমালোচনা করেছে। তারা লিখছে, বিরাট একটু খেলায় মন দিক, বৌকে নিয়ে ছবি পোস্ট করা ভারত অধিনায়ককে মানায় না। পাশাপাশি গাভাস্কার প্রিয় BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এসব কাণ্ডে বিরক্ত বলে শোনা যাচ্ছে। সৌরভ অত্যন্ত কড়া প্রশাসক, বিরাটের সতর্ক হওয়া উচিত কারণ ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন টপ ফর্মে থাকা রোহিত শর্মা|
Post a Comment
Thank You for your important feedback