এবছেরর ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে| বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন মহ্গলবার এক বার্তায় জানান, বৈঠক নিয়ে দুই দেশে কথাবার্তা চলছে। তবে ডিসেম্বরে বৈঠক হওয়ার কথা। মোমেন বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু ভারত। ইতিমধ্যেই হাসিনার জন্মদিনে মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই মুহূর্তে দুই দেশেরই সম্পর্ক আরও মজবুত করা উচিত। ভারতের প্রতিবেশী দেশগুলি চিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে ব্যতিক্রম বাংলাদেশ| পাশাপাশি বাংলাদেশে জামাত ও খালেদা জিয়ার গোপন যোগাযোগ যে পাকিস্তানের সাথে রয়েছে সেই তথ্য তাদের গোয়েন্দা দপ্তরের কাছে আছে। একই সাথে মোদি হাসিনা বৈঠকের অন্য তাৎপর্য এবছরের ডিসেম্বরে আজ থেকে ৫০ বছর আগে মুক্তিযুদ্ধে পাকিস্তানের হাত থেকে দেশকে মুক্ত করেছিল ভারত বাংলাদেশ যৌথ বাহিনী।
Post a Comment
Thank You for your important feedback