রাজ্যপাল ধনকরের বিরুদ্ধে থানায় শিবসেনা

 

বিষয়টি আইনসিদ্ধ নয় কিন্তু তা সত্ত্বেও পচিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে বিধাননগর (পুর্ব) থানায় লিখিত অভিযোগ জমা করলেন পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার। তাঁর অভিযোগ, গুজব ছড়াচ্ছেন রাজ্যপাল। বিভ্রান্তিকর এই তথ্য ছড়িয়ে রাজ্যের নির্বাচিত সরকারকে অবমাননা করছেন। অশোকবাবুর অভিযোগ, রাজ্যপাল সাংবিধানিক প্রধানের চেয়ারে বসে একটি রাজনৈতিক দলের হয়ে সরাসরি কাজ করছেন। এর উত্তরে বিজেপির বক্তব্য, বিষয়টি হাস্যকর। শিবসেনা এখন তৃণমূলের 'B' টিম। অবশ্য বিধাননগর থানা এই চিঠিটিকে আমল দিচ্ছে না। নেহাত ইন্টিমেশন বা সাধারণ চিঠি হিসাবেই দেখছে তারা|


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post