সিআরপিএফের ওপর হামলা চালাল জঙ্গিরা। মৃত্যু হল এক সিআরপিএফ এএসআইয়ের। বৃহস্পতিবার কাশ্মীরের বদগাম জেলার চান্দুরার ঘটনা। নিহত ওই এএসআইয়ের নাম নু বাদোলে। তাঁর বাড়ি মহারাষ্ট্রের নাগপুরে। জঙ্গিরা মোরবাইক চেপে এসে তাঁর ওপর হামলা চালিয়ে তাঁর সার্ভিস রাইফেল লুট করে পালিয়ে যায়। সকাল পৌনে আটটায় সিআরপিএফের ওই টহলদারি বাহিনীর ওপর আক্রমণের ঘটনাটি ঘটে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। গত ১২৪ ঘণ্টা এটি বদগামে জঙ্গি হামলার দ্বিতীয় ঘটনা। বুধবার রাতে বদগামের খাগ এলাকায় এক ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়াকম্যানকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে।
Post a Comment
Thank You for your important feedback