মহারাষ্ট্রের থানের ভিওয়ান্দি এলাকায় এক বহুতল ভেঙে পড়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ভেঙে পড়া ওই বহুতলের নীচে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ২০ থেকে ২৫ জন। দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, সোমবার ভোর চারটে নাগাদ থানে পুরনিগমের ভিওয়ান্দির প্যাটেল কমপাউন্ডে একটি তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ওই আবাসনের বেশিরভাগ সদস্যই ঘুমে আচ্ছন্ন থাকায় কেউ বেরিয়ে আসতে পারেননি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজনই উদ্ধারকাজে হাত লাগায়। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) একটি দল সেখানে যায়।
#UPDATE Maharashtra: Death toll rises to 10 in the building collapse incident in Bhiwandi, Thane which took place earlier today.
— ANI (@ANI) September 21, 2020
Rescue operation by NDRF (National Disaster Response Force) still underway. pic.twitter.com/MXHBlJQWWg
Post a Comment
Thank You for your important feedback