পুজোয় বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? জেনে নিন কী করবেন, কী করবেন না

 

করোনা আবহে এবার ঘুরতে যাওয়ার প্ল্যান অনেকেই বাতিল করেছেন। তবুও কি মন মানে? অগত্যা রাজ্যের মধ্যেই বা পড়শি কোনও নিরাপদ রাজ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন কেউ কেউ। করোনা ভীতি কাটিয়ে বহু টুরিস্ট স্পট খুলে গিয়েছে ইতিমধ্যেই। তবে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। কোথাও যাওয়ার আগে জেনে নিন সেখানকার নিয়মকানুন বা সুরক্ষাবিধির খুঁটিনাটি। পাশাপাশি জেনে রাখা দরকার করোনা অতিমারীর মধ্যে বাইরে কোথাও গেলে কী কী করণীয়। 


 

প্ল্যানিং- (কী করবেন, কী করবেন না)

  • কোথাও ঘুরতে যাওয়ার আগে নিজের ও পরিবারের সকলের করোনা পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। অনেক রাজ্যেই এটা জরুরী করেছে। আবার অনেক হোটেল বা রিসর্ট করোনা পরীক্ষার রিপোর্ট দেখেই বুকিং নিচ্ছে। তাই করোনা পরীক্ষা করিয়ে নিশ্চিন্ত হওয়া ভালো।
  • বহু ট্যুর অপারেটর ও হোটেল বয়স্ক ও শিশুদের বেড়াতে নিয়ে যেতে নিষেধ করছে। তাই যেখানে যাবেন জেনে নিন সেখানে এই বিষয়ে কী বলছে।
  • যে যে হোটেলে উঠবেন সেখানে লন্ড্রি ব্যবস্থা কেমন সেটা জেনে নিন। তাহলে বাইরে থেকে এসে জামা-কাপড় কাঁচার ঝক্কি এড়ানো যাবে।
  • হোটেলের বিছানার চাদর, পিলো কভার, পর্দা বদল নিয়মিত করা হয় কিনা। হোটেল রুম নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে কিনা সেটার বিস্তারিত খোঁজখবর নিয়ে রাখুন। কারণ অনেক ক্ষেত্রেই হোটেলগুলি নিজেদের বিছানার চাদর ও পিলো কভার, তোয়ালে সঙ্গে নিয়ে আসতে বলছে।
  • নিজেদের সঙ্গে পর্যাপ্ত স্যানিটাইজার ও অতিরিক্ত মাস্ক, গ্লাভস, ডিসপোজ়েবল ওয়াইপস, হেড কভার, সাবান ও ডিসইনফেক্ট স্প্রে নিয়ে যাবেন।
  • হোটেল, রিসর্ট ও হোম-স্টে যেখানেই উঠুন, তার আশেপাশে ওষুধের দোকান, হাসপাতাল ও দোকানপাট আছে কিনা খোঁজ নিয়ে রাখুন। যতটা সম্ভব ডিজিটাল লেনদেন করবেন।
  • যতটা সম্ভব এসি ব্যবহার করবেন না। হোটেলের জানলা-দরজা খুলে রাখার চেষ্টা করবেন।
  • সুইমিং পুল, স্পা এড়িয়ে চলবেন যতটা সম্ভব।
  • হোটেল রুমে যে জায়গাগুলিতে বেশি হাত দিতে হয় যেমন দরজা বা আলমারির হাতল, ড্রয়ার, টিভি রিমোট ইত্যাদি নিজেরাই স্যানিটাইজ করে নেবেন।
  • স্থানীয় যানবাহন ব্যবহার করলে বা সাফারির জন্য লঞ্চ বা জিপে চাপতে হলে বসার জায়গাটা নিজেরাই ডিসইনফেক্ট করে নেবেন।  
  • বাইরে খাবারের প্যাকেট বা জলের বোতল খোলার আগে, সাবান দিয়ে হাতে-মুখ ধুয়ে নেওয়া অবশ্য কর্তব্য।
  • সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। লিফট, এসকালেটরে কম চড়াই ভাল। 
  • হোটেলের ঘর থেকে বেরোলেই মাস্ক এবং হেয়ারকভার পরে নিন। সঙ্গে সানগ্লাসও পরে নিতে পারেন।
  • বাইরে থেকে হোটেলে ফিরেই ভালো করে স্নান করে নিন, জামা কাপড় ধোয়া কিন্তু মাস্ট।

পাহাড়, জঙ্গল, সমুদ্র সৈকত যেখানে যেতে চান যেতে পারেন। কিন্তু সাবধানতা অবলম্বন করাটা মাস্ট। অনেকেই নিজেরা গাড়ি ভাড়া করে লং ড্রাইভে যাচ্ছেন। ট্রেন চালু হলে হয়তো কিছুটা দূরেও বেড়াতে যাবেন কেউ কেউ। তবে করোনা আবহে আতঙ্কিত না হয়ে সাবধানী হওয়া ভালো। আপনিই বা চার দেওয়ালে বদ্ধ থাকবেন কেন?

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post