সুখবর, মেট্রোয় বাড়ছে ট্রেনের সংখ্যা, সময়ও

 

যাত্রীচাপ কমাতে ও সুরক্ষাবিধির কথা মাথায় রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রোয়। বর্তমানে ১১০টি করে ট্রেন চালাচ্ছিল কলকাতা মেট্রো। এবার আরও ৬টি ট্রেন বাড়ানো হচ্ছে। ফলে যাত্রীদের সুবিধাই হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। অপরদিকে মেট্রো চলাচলের সময়সীমাও বাড়ানো হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। ওই দিন থেকে রাত আটটার বদলে সাড়ে আটটা পর্যন্ত চলবে মেট্রো। অর্থাৎ প্রান্তিক স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে সাড়ে সাতটায়। দীর্ঘ ৬ মাসের ব্যবধানে কলকাতা মেট্রোর পরিষেবা শুরু হয়েছিল দিন দশেক আগেই। নিউ নর্মালে মেট্রোয় যাতায়াত করতে হলে যাত্রীদের মেনে চলতে হচ্ছে একাধিক সুরক্ষাবিধি। টোকেনের পরিবর্তে আগাম ‘ই-পাস’ নিয়ে মেট্রোয় চড়তে হচ্ছে যাত্রীদের। অপরদিকে মেট্রো কর্তৃপক্ষও একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে যাত্রীদের সুরক্ষার জন্য। তবুও একটা বড় অংশের মানুষ মেট্রোর সুবিধা নিতে পারছিলেন না বলেই অভিযোগ উঠছিল। এবার সেই ক্ষতে প্রলেপ দিল কলকাতা মেট্রো।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post