বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ পড়ল কঙ্গনা রানাউতের বাংলোয়। মঙ্গলবার সকালে লাগানো সেই নোটিশে বাংলোর নকশায় কী কী পরিবর্তন করা হয়েছে তার উল্লেখ রয়েছে। বৃহন্মমুম্বই পুরসভার একটি দল কঙ্গনার পালি হিলসের বাড়িতে যায়। তখন অবশ্য কেউ ছিল না সেখানে। পুরসভা দেওয়ালে নোটিশটি সেঁটে দিয়ে আসে। অন্তত ১২টি নকশা বদলের অভিযোগ জানানো হয়েছে। টয়লেটকে অফিস কেবিন বানানো হয়েছে, সিঁড়ির ধারে নতুন টয়লেট বানানো হয়েছে এমনই অভিযোগে নোটিশে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সোমবারই টুইটারে কঙ্গনা আশঙ্কা জানিয়েছিলেন, তাঁর বাংলো ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরসভা বলেছে, এটা বান্দ্রা এলাকায় রুটিন নজরদারির কাজেরই অঙ্গ।
Post a Comment
Thank You for your important feedback