এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের অভিনেতা অর্জুন কাপুর। রবিবার দুপুরে সোশাল মিডিয়ায় নিজেই পোস্ট করে এই খবর জানিয়েছেন বলিউডের ‘ইশকজাদে’ অর্জুন। তিনি জানিয়েছেন, আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। অর্জুন সিং লিখেছেন, ‘এটা আমার কর্তব্য আপনাদের সকলকে জানানো যে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি সুস্থ রয়েছে এবং কোনও উপসর্গ নেই। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি এবং চিকিত্সকদের পরামর্শ মেনে চলছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সব কথা মানছি’। উল্লেখ্য, করোনা পিছু ছাড়ছে না বলিউডকে। যদিও এখনও বন্ধ যাবতীয় শুটিং। তবুও একের পর এক বলিউড সেলেব করোনায় আক্রান্ত হচ্ছেন। অর্জুন কাপুরের পরবর্তী ছবি হতে চলেছে ভূত পুলিশ। এই হরর কমেডিতে সারা আলি খান তাঁর বিপরীতে অভিনয় করবেন।
Post a Comment
Thank You for your important feedback