বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের জন্মদিন আজ, বুধবার। ৫৪ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনে স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের ছাড়াও তাঁর অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসার বন্যায় ভাসছেন তিনি। এই মুহূর্তে বেলবটম ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। তাঁর ওয়েটার টু অ্যাক্টরের জার্নিটা যদিও নেহাত সহজ ছিল না। বলিউডে পা রাখার আগে ওয়েটার ও ব্যাঙ্ককে শ্যেফের কাজ করেছেন তিনি। ১৯৯১ সালে রাজ সিপ্পির ছবিতে ডেবিউ করেন তিনি।
২০১৬ সালে রুস্তম ছবির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। কমেডি হোক বা অ্যাকশন সবেতেই সাবলীল তিনি। বর্তমান ইন্ডাস্ট্রির দামি এই অভিনেতা কয়েক দশক ধরেই বলিউডে শীর্ষ তালিকায় রয়েছেন। ২৯ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন তিনি। ৫৪ বছর বয়সেও তাঁর ফিটনেস সকলকের নজর কাড়ে। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্য তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। দেশের যে কোনও সঙ্কটে অক্ষয় সবসময় সামনের সারিতে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback