ভারতই হোক বা স্পেন, ভাড়াটে উচ্ছেদ কোনও নতুন ঘটনা নয়। তবে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে এক ভাড়াটেকে বাড়ি থেকে বের করার পর বেজায় বিপাকে সেখানকার পশুপ্রেমীরা। শনিবার তাঁরে বাইরকে বের করা হয়েছে ১১০টি বিড়াল সহ। পশু আশ্রয় সংস্থা স্পামা সাফোর গোড়ায় ভেবেছিল ওই ফ্ল্যাটে রয়েছে ৯৬টি বিড়াল। শনিবার সেখানে গিয়ে তারা ১১০টি বিড়ালকে উদ্ধার করেছে। তাদের টিকা দেওয়া বা জীবাণুমুক্ত করার আগে আশ্রয় জরুরি। ১০০০ বর্গফুটের ওই ফ্ল্যাটে তারা ঠাসাঠাসি করেই ছিল। মনে করা হচ্ছে, তিনবছর আগে একজোড়া বিড়াল নিয়ে তাদের মালিক ফ্ল্যাটে ঢুকেছিল। তারাই বংশবৃদ্ধি করে ১১০ হয়েছে। মুশকিলে পড়েছে স্পামা সাফোর। তাদের কাছে এখনই রয়েছে ২০০টি বিড়াল। শুক্রবার ৪৮টি বিড়াল নিয়ে গিয়েছে তারা।
Post a Comment
Thank You for your important feedback