ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এবার দক্ষিন ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটিতে। রবিবার গভীর রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চাম্পাহাটির হাড়াল এলাকা। ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। লোকজন ছুটে এসে দেখেন একটি বাজি কারখানা দাউ দাউ করে জ্বলছে। প্রথমে এলাকাবাসীই জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক কাঠা জমির ওপর এই বাজি কারখানা তৈরি হয়েছিল।
বিস্ফোরণের তেজ এতোটাই জোরালো ছিল যে পুরো কারখানার চাল উড়ে যায়। চালের অ্যাসবেস্টগুলো টুকরো টুকরো হয়ে অনেক দূর পর্যন্ত ছিটকে পড়ে। কারখানার ভিতরে থাকা বেশিরভাগ প্লাস্টিকের ড্রাম ও টিন গলে গিয়েছে। জানা যাচ্ছে এই বাজি কারখানায় বিভিন্ন ধরণের বাজি তৈরি হত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই বিস্ফোরণের জেরে কেউ হতাহত হয়নি। গভীর রাতে বিস্ফোরণ হওয়াতে ওই কারখানায় কেউ ছিলেন না বলেই জানতে পেরেছে পুলিশ। তবে কীভাবে ওই বাজি কারখানায় আগুন লাগল সেটা জানতে ফরেন্সিক তদন্ত হবে। আর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback