চলতি বছরের নভেম্বরেই ভ্যাক্সিন আনছে চিন। বিশ্ব জুড়ে করোনা অতিমারি পরিস্থিতিতে যখন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন ও মৃত্যু পর্যন্ত হচ্ছে তখন ভ্যাক্সিন ছাডা় আর কোন উপায় এই ভাইরাসকে আটকানোর জন্য বলছেন বিশেষজ্ঞরা। পরীক্ষা নিরীক্ষা চলছে বিভিন্ন দেশে। চিন আগামি নভেম্বরেই বাজারে ভ্যাকসিন আনতে চলেছে বলে জানাচ্ছে সেদেশের সিডিসি বা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। চারটি ভ্যাকসিনেরই শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। তিনটি ধাপ ভালোভাবে সফল হয়েছে এবং সবকিছু ঠিকঠাক চললে নভেম্বর-ডিসেম্বরে ভ্যাকসিন সম্পূর্ন তৈরি হয়ে যাবে সর্বসাধারনের জন্য, জানাচ্ছেন সিডিসির বায়োসেফটি বিষয়ক প্রধান গুইজেন ইউ। একজন স্বেচ্ছাসেবী হিসেবে তিনি নিজেও ভ্যাকসিন নিয়েছেন, তিনি সুস্থ আছেন, জানাচ্ছেন গুইজেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ৯ টি ভ্যাক্সিনের যে ক্লিনিক্যাল পরীক্ষা চলছে , তারমধ্যে ৫টিই চিনের। গতবছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩ কোটি মানুষ আক্রান্ত , মারা গেছেন ৯ লক্ষ ২৫ হাজারের বেশি।
Post a Comment
Thank You for your important feedback