‘যারা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে তারা বড় গুন্ডা’, তোপ মমতার

 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বুধবারও শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলার দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এদিনও প্রশাসনিক কর্তাদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিরোধী দল বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘উত্তরবঙ্গজুড়ে যা কাজ হয়েছে তা কখনও হয়নি। তবু দুঃখ কেউ কেউ বলে কোনও কাজ হয়নি। যারা একথা বলে তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে। যারা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে তারা সবচেয়ে বড় গুন্ডা। হাজারটার মধ্যে একটা ভুল হয়ে গেলেই নৃত্য করবে। টাকা থাকলে মিথ্যে খবর করানো যায়। সোশাল মিডিয়ায় মিথ্যে রটাচ্ছে। রাজনীতি মানে মিথ্যে কথা বলা নয়। রাজনীতি মানে দায়বদ্ধতা। বিডিও, আইসি, এসপিরা সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন। ৫০ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ টাকা দিয়ে তৈরি করেছে। আর দাঙ্গা বাধাচ্ছে। দিদি একা দেখবে আর কেউ দেখবে না তা হবে না। মানসিক সন্ত্রাস হচ্ছে। এটা শারীরিক সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর। এটা রুখতে হবে’।

সামনেই বিধানসভা নির্বাচন। আর উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিবৃদ্ধি করেছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এদিন বিজেপির নাম না নিয়েই পাল্টা হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যার এই বৈঠক থেকেই এদিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ১০৪ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়া করোনা আবহেও আসন্ন দুর্গাপুজো নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সমস্ত অনুষ্ঠানই হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে।’’ পুজোর দিনগুলিতে যাতে কোনও জমায়েত না হয়, তারজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিলেন’।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post