জিএসটি ক্ষতিপূরণ না পেলে এবার কেন্দ্রের ওপর থেকে রাজ্যগুলির ভরসা উঠে যাবে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখলেন। পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ তুলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হচ্ছে। উল্লেখ্য, জিএসটি ক্ষতিপূরণ নিয়ে বহুদিন ধরেই সরব তৃণমূল নেত্রী। করোনা ইস্যু নিয়ে রাজ্যগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বারেবারেই জিএসটি ক্ষতিপূরণ দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে। সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জিএসটি ক্ষতিপূরণ নিয়ে সরকারের যে মনভাব তাতে আমি ব্যথিত। এরকম চললে রাজ্য সরকারগুলি কেন্দ্রের ওপরে আস্থা হারাবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও ক্ষতি হবে’।
তিনি জানান, এর আগে গত ১৪ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন জিএসটি ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্যগুলিকে। কিন্তু আজ পর্যন্ত তা দেওয়া হয়নি। উল্লেখ্য, পরবর্তী সময়ে করোনা আবহে জিএসটি ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্র অপারগ বলেই জানিয়ে দেয়। এমনকি রাজ্যগুলিকে ঋণ নিয়ে চালানোর পরামর্শও দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, এমনিতেই পশ্চিমবঙ্গ সরকার ঋণের দায়ে জর্জরিত। এর ওপর ঋণের বোধা বাড়লে রাজ্যের কোষাগারে চাপ বাড়বে। ইতিমধ্যে কেন্দ্রের পাওনা না পেলে আগামী দিনে সমস্যায় পড়বে রাজ্য সরকার।
Post a Comment
Thank You for your important feedback