কাস্তে হাতে লড়াই

প্রসূন গুপ্ত

CN ওয়েব পোর্টাল আগেই জানিয়েছিল অধীর চৌধুরীই প্রদেশ কংগ্রেসের সভাপতি হচ্ছেন। সেটাই বুধবার ঘোষিত হল। অধীরবাবুর গত বিধানসভার মতোই এবারও বামেদের সাথে জোট বেঁধে ভোটযুদ্ধে অংশ নেবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই জোট অবসম্ভাবী ছিলই। কিন্তু কংগ্রেসের সভানেত্রীর ইচ্ছা ছিল তৃণমূলের সাথে জোটে বাঁধা। ২০১৬ সালের নির্বাচনে কংগ্রেস ৪০টির বেশি আসন পেয়েছিল কিন্তু বামেরা যেখানে প্রার্থী দিয়েছিলো সেখানে কংগ্রেস ভোটাররা তৃণমূলকেই ভোট দিয়েছিলো। এ বিষয়টি অধীরবাবু বেশ ভালোই জানেন তবু বামেদের সাথে জোটে কেন?
অনেকেই বলেন, যতই রাজ্য কংগ্রেস সিপিএম বা বামেদের সাথে জোটে করুক না কেন ৩৪ বছরের শাসনের কথা কংগ্রেসিরা আজও ভুলতে পারেনি। যে কারণে ২০১৬ তে বামেদের আসন ২৫ এর নীচে নেমে যায়।। তবুও বামেরা জানে আজ তাদের ভোট শতাংশ ৮ এর নীচে, সেক্ষেত্রে কংগ্রেসের সাথে হাত মেলানো ছাড়া উপায় আছে কি ? পাশাপাশি এবারের কংগ্রেস সমর্থকরা তৃণমূলের উপর খুব সন্তুষ্ট নয়, সমীক্ষা বলছে একটা অংশের ভোট বিজেপিতে যেতে পারে এবং সংখ্যালঘু ভোট অবধারিতভাবে যাবে তৃণমূলে। তবু কাস্তে হাতে মাঠে নামা যদি কিছু শস্য পাওয়া যায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post