পুরীর জগন্নাথ মন্দিরের ৩৫১ সেবাইত ও ৫৩ কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। সবমিলিয়ে ৪০৪ জন করোনায় আক্রান্ত। শ্রীমন্দির প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিত্যপূজা হচ্ছে। তবে সেবাইতের অভাব চরমে। গত মার্চ মাস থেকেই করোনার জন্য জগন্নাথ মন্দির বন্ধ রয়েছে। রথাযাত্রার আগে করোনা পরীক্ষার সময় মাত্র দুজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। কিন্তু তার পরের মাস থেকেই পুরীতে সংক্রমণ বেড়েছে হু হু করে। পুরী জেলায় ৯,৭০৪ জন আক্রান্ত। কেবল পুরী পুরসভা এলাকাতেই সংক্রমিত ১,২৫৫ জন। জেলায় মৃত্যু হয়েছে ৫২ জনের। তাদের ৯ জন পুরী পুর এলাকার। তাদের মধ্যে তিনজন প্রেমানন্দ দাস মহাপাত্র সহ মন্দিরের কাজে যুক্ত সেবাইত। এরইমধ্যে ওডিশা হাইকোর্টে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে, জগন্নাথ মন্দির সহ অন্য মন্দিরগুলি খোলা এখন সম্ভব নয়।
Post a Comment
Thank You for your important feedback