আবারও এক করোনা রোগী আত্মহত্যা করলেন। এবার নদিয়ার চাকদায়। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। সূত্রের খবর, নদিয়ার চাকদা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ বিশ্বাসের কয়েকদিন ধরেই করোনা উপসর্গ ছিল। এরপরই তাঁর পরিবার তাঁকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর করোনা পরীক্ষা করানো হয়। সোমবারই সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন দিলীপবাবু। পরিবারের দাবি, তিনি একেবারেই চুপ করে যান। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। পরিবারের দাবি, সোমবার রাতে খেয়ে শুয়ে পড়েন। কিন্তু গভীর রাতে তাঁকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন তাঁরা।
এরপর মঙ্গলবার সকালে বাড়ির পাশেই একটি আমবাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। ফলে এলাকায় দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দেহের আশেপাশেও কেউ যায়নি। খবর দেওয়া হয় চাকদা থানায়। কিন্তু অভিযোগ, দীর্ঘক্ষণ পুলিশ বা উদ্ধারকারী দল আসেনি। ফলে বেশ কয়েকঘন্টা দেহটি গাছেই ঝুলতে থাকে। এই নিয়ে এলাকায় তৈরি হয় যথেষ্ট ক্ষোভ। যদিও কয়েকঘন্টা পর আসে পুলিশ। কোভিড প্রোটোকল মেনেই দেহ নামানো হয়। তবে গোটা ঘটনায় ফের একবার প্রশ্ন উঠে গেল প্রশাসনের দায়বদ্ধতা ও উদাসীনতা নিয়ে।
Post a Comment
Thank You for your important feedback