আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

 আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল। মার্কিন বিশেষজ্ঞদের মতে, এত উন্নত, ধনী, বিজ্ঞানে অগ্রসর দেশের কাছে এটা কল্পনাও করা যায় না। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বে মারণ করোনায় মৃতের সংখ্যার এটা রেকর্ড। তারা জানাচ্ছে, মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বহু ক্ষেত্রে মৃত্যু কারণ অন্য দেখানো হয়েছে। টুইন টাওয়ারে ৯ সেপ্টেম্বরের হামলায় যত জন মারা গিয়েছেন, প্রতি ৬৭ দিন ধরে করোনা মৃত্যু তার সমান। মৃত্যুমিছিল থামারও কোনও লক্ষণ নেই। গড়ে দিনে তা ৭৭০ জন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মতে, বছরের শেষে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যাবে। কারণ স্কুল কলেজও খুলছে। ঠান্ডার দিন আসছে। মার্কিন সরকারের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি বলেছেন, ২ লাখ মৃত্যু স্তম্ভিত করে দিচ্ছে। এরইমধ্যে আর ৬ সপ্তাহের মধ্যে হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সব ব্যাপারেই নিজের কৃতিত্ব দাবি করছেন ট্রাম্প। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি বলেছেন, চিনই ভাইরাস ছড়িয়েছে। গত ৫ মাস ধরে করোনা সংক্রমণে আমেরিকা শীর্ষে। আমেরিকায় বিশ্বের ৫ শতাংশেরও কম মানুষ বাস করেন। আর মোট সংক্রমণের ২০ ভাগই সে দেশে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post