একদিনেই আক্রান্ত ৯০ হাজার, তবে সুস্থতার হারও সর্বোচ্চ


দেশে প্রতিদিন হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯০ হাজার ৬৩২ জন। ফলে সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩২০ জন। এই তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। কারণ আমেরিকাতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন। এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ২৩ হাজার। ফলে শীঘ্রই ভারত ব্রাজিলকে ছাপিয়ে দুয়ে উঠে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে সুস্থতার হারও বেশ আশাপ্রদ। গত ২৪ ঘণ্টায় দেশে ৭৩ হাজার ৬৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। একদিনে সুস্থতার হারে যা সর্বোচ্চ। সারা দেশে মোট ৩১ লাখ ৮০ হাজার ৮৬৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যেই। সুস্থতার হার বেড়ে ৭৭.৩২ শতাংশ । অপরদিকে পজিটিভিটি রেট (প্রতি দিন যত সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে এবং তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হচ্ছে) একটু বেড়েছে। বিগত কয়েকদিন এই হার ৮ শতাংশের একটু বেশি বলেই কেন্দ্রীয় তথ্যে উঠে এসেছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হারও উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলে। গত ২৪ ঘণ্টায় দেশে ১০৬৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে সবমিলিয়ে এখনও পর্যন্ত নোভেল করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭০ হাজার ৬২৬ জন মানুষ। মৃত্যুর নিরিখে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। আমেরিকা ও ব্রাজিলের পরই রয়েছে ভারত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post