৬১ লাখের গন্ডিও পেরিয়ে গেল দেশে করোনার সংক্রমণ। মঙ্গলবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০,৫৮৯ জন। মারা গিয়েছেন ৭৭৬ জন। দেশে আক্রান্তের সংখ্যা এখন ৬১,৪৫,২৯২ জন। সুস্থ হয়েছেন ৫১,০১,৩৯৮ জন। মোট মৃতের সংখ্যা ৯৬,৩১৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত মাসে প্রায় ১০০ শতাংশ আক্রান্ত সুস্থ হয়েছেন। মোট আক্রান্তের ৮২ শতাংশ সেরে উঠেছেন। অ্যাক্টিভ কেস ১০ লাখেরও কম। দিল্লিতে ৩৭ জনের মৃত্যু ধরে মোট মৃত দাঁড়িয়েছে ৫,২৭২ জন। রাজধানীতে গত মাসে মারা গিয়েছেন ৮২৮ জন। আগস্টের তুলনায় তা ৪০ শতাংশ বেশি। দেখা যআচ্ছে, মৃত্যু বেশি হয়েচে বয়স্ক নাগরিকদেরই। তাঁদে বেশিরভাগেরই কোমর্বিডিটি ছিল। তবে দিল্লিতে মোট ১৫,৮২৮টি বেডের মধ্যে করোনা আক্রান্তরা ভর্তি রয়েছেন ৬,৬০৯ জন। আইসিইউতে ভেন্টিলেটর সহ বেডে রোগী রয়েছেন ৬২ শতাংশ। অসমে নতুন সংক্রমণ ৩,৬৪৪, মৃত ১২। মোট মৃত ৬৬৭ জন।
Post a Comment
Thank You for your important feedback