আবারও কলকাতার এক মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। এবার খবরের শিরোনামে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের কোভিড ওয়ার্ডের শৌচাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছেন এক করোনা আক্রান্ত যুবক। সূত্রের খবর, ওই করোনা আক্রান্ত ওই চিকিৎসাধীন যুবকের নাম রাজকুমার বেরা (৩৮), বাড়ি দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে। রবিবার সকালে ওই রোগী কোভিড ওয়ার্ডের মধ্যেই এক শৌচাগারে যান স্নান করতে। দীর্ঘক্ষণ ধরে না বের হওয়ায় কর্মীরা দেখতে পান গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এনআরএস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজকুমার বেরা রক্তের একাধিক সমস্যায় আক্রান্ত ছিলেন। সেই নিয়ে তাঁর চিকিৎসা চলছিল হেমাটোলজি বিভাগে। পরে তিনি করোনা আক্রান্ত হন। তখন করোনা চিকিৎসার জন্য তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এদিন সকালেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসপাতালের কর্মীরা। তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওই যুবকের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে। ওই ওয়ার্ডের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এর আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এক করোনা রোগী আত্মহত্যার চেষ্টা করেন। যদিও তাঁকে বাঁচানো সম্ভব হয়েছিল কর্মীদের তৎপরতায়।
Post a Comment
Thank You for your important feedback