মারা গেলেন উত্তরপ্রদেশে ধর্ষিতা দলিত কিশোরী

 

উত্তরপ্রদেশের হাতরসে ধর্ষিতা দলিত কিশোরীর মৃত্যু হয়েছে। ১৯ বছরের ওই কিশোরীকে চারজন মিলে ধর্ষণ করেছিল। বুধবারই তাকে দিল্লির এইমসে আনা হয়েছিল। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। দিন পনেরো আগে তাকে গণধর্ষণ করা হয়েছিল। তাকে ধর্ষকরা গলা টিপে মারার চেষ্টাও করেছিল। পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে ওই কিশোরী ১৪ সেপ্টেম্বর খেতে কাজ করেত গিয়েছিল। তারপরই সে উধাও হয়ে যায়। তারপর তাকে ক্ষবিক্ষত অবস্থায় পাওয়া যায়। তার জিভে ছিল গভীর ক্ষত। তার পা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। হাত ছিল আংশিক অবশ। ভিম সেনার চন্দ্রশেখর আজাদ হাসপাতালে কিশোরীর সঙ্গে দেখা করেন। অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে হাতরসের কোতোয়ালির পুলিশ অফিসারকে। এই দলিত কন্যার ধর্ষণ নিয়ে সোচ্চার হয়েছেন মায়াবতীও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post