সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে এবার জড়িয়ে গেল দীপিকা পাডুকোনের নামও। মাদক তদন্তের সূত্রে দীপিকার নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। দীপিকা ছাড়াও এসেছে বলি অভিনেত্রী দিয়া মির্জার নামও। তাঁকেও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ডেকে পাঠাবে বলে জানা গিয়েছে। মাদক কারবারি অঙ্কুশ ও অনুজ কেশওয়ানিকে জেরা করে দিয়ার নাম পাওয়া গিয়েছে। দিয়ার ম্যানেজার তাঁকে মাদক সরবরাহ করতে বলেও জানা গিয়েছে। ২০১৯ সালে দিয়া মাদক কিনেছিলেন। প্রথমে দিয়ার ম্যানেজারকে ডাকা হবে, তারপর দিয়াকে। দিয়া অবশ্য সব অসত্য বলে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, এটা তাঁর সুনাম নষ্ট করার চক্রান্ত। এঁরা ছাড়াও সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংয়ের নামও এই মামলায় উঠে এসেছে। তাঁদেরও তাড়াতাড়ি জেরার জন্য ডাকা হবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটে মিলেছে দীপিকার নাম।
কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির এক কর্মী করিশ্মার সঙ্গে দীপিকার ওই চ্যাট করা হয়েছিল। করিশ্মা জয়া সাহার কাছে কাজ করেন। রিয়া চক্রবর্তীর সঙ্গে সিবিডি অয়েল নিয়ে কথা বলেছিলেন জয়া। সোমবার জয়া সাহাকে চারঘণ্টা জেরা করে এনসিবি। জয়ার সঙ্গে করিশ্মার মাদক নিয়ে কথার হোয়াটস আপ চ্যাট তাদের হাতে এসেছে। কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে বলিউডের বহু প্রথম সারির তারকার যোগাযোগ রয়েছে। তাঁদেরই একজন দীপিকা। জয়া এবং রিয়ার মধ্যে যে চ্যাট হয়েছে, তাতে সুশান্তের চা বা কফিতে কয়েক ফোঁটা মাদক মিশিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন জয়া। বলা হয়েছে, ৪ ফোঁটা চা-কফিতে মিশিয়ে দিন। ওকে তা খেতে দাও। ৩০-৪০ মিনিটের মধ্যে উত্তেজিত হয়ে যাবে। জানা গিয়েছে, তাঁরা সিবিডি অয়েল নিয়ে কথা বলেছিলেন। ম্যানেজার শ্রুতি মোদি আর হোটেল মালিক গৌরব আর্যের সঙ্গেও রিয়ার কথাবার্তায় ছিল মাদক প্রসঙ্গ।
Post a Comment
Thank You for your important feedback