আয়কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প, দাবি সংবাদপত্রের

দুই বছর মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর কোনও আয়করই দেননি তিনি। নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে জানানো হয়েছে এই তথ্য।। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনি আসলে কর দিয়েছেন। তাঁর ট্যাক্স রিটার্ন দেখলেই এটি বোঝা যাবে। তার অডিট এখন চলছে। এবার ট্রাম্প দায়ী করেছেন আমেরিকার কেন্দ্রীয় সরকারের আয়কর পরিষেবা প্রতিষ্ঠান ইন্টারনাল রেভিনিউ সার্ভিসকে (আইআরএস)। ট্রাম্প বলেছেন, আইআরএসের লোকজন তাঁকে ভালো চোখে দেখে না। সেখানে অনেকের লোক আছে। তারা তাঁকে খুব খারাপভাবে দেখে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ২০১৬ সালে। সেই বছর এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথম বছর ২০১৭ সাল মিলিয়ে ট্রাম্প মাত্র ৭৫০ ডলার করে আয়কর দেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প এবং তাঁর বিভিন্ন কোম্পানির দুই দশকের বেশি সময়ের কর দেওয়ার রেকর্ড তাদের হাতে এসেছে। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর মোটেও কোনো আয়কর দেননি। প্রতিবেদনে বলা হয়, ‘নিজের কোম্পানিগুলোর বারবার লোকসান দেখিয়েছেন এবং বছরের পর বছর ধরে আয়কর এড়িয়েছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশক থেকে তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর মালিকানাধীন কোম্পানিগুলোর আয়কর খতিয়ে দেখেছে। এর পাশাপাশি ২০১৬ এবং ২০১৭ সালে ট্রাম্পের ব্যক্তিগত আয়করের প্রতিবেদনও তাঁরা পেয়েছেন। সেখানে দেখা গিয়েছে, দুই বছরে প্রেসিডেন্ট মাত্র ৭৫০ ডলার করে কর দিয়েছেন। গত ১৫ বছরের মধ্যে কার্যত ১০ বছরই তিনি কোনো আয়কর দেননি। আয়ের চেয়ে লোকসানের পরিমাণ বেশি হওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার আগে রীতিমতো একজন তারকা ব্যবসায়ী হিসেবে খ্যাতি ছিল ট্রাম্পের। ২০১৮ সালে তিনি অন্তত ৪৩৪.৯ মিলিয়ন ডলার আয় করেছেন। অথচ ট্রাম্পের আয়কর রিটার্নের নথি বলছে তিনি সেখানে ৪৭. ৪ মিলিয়ন ডলার লোকসান দেখিয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post