মস্তিস্কে রক্তক্ষরণের কারণে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ডা. নির্মল মাঝিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অবিলম্বে তাঁর অস্ত্রোপচার করতে হবে। বৃহস্পতিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রতিমন্ত্রী। তাঁর মাথায় যন্ত্রণা হচ্ছিল। এরপরই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই চিকিৎসকদের পরামর্শে তাঁর জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করানো হয়। সেখানেই ধরা পড়ে তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় সাবডুয়াল হেমাটোমা। এরপরই তড়িঘড়ি তাঁকে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চারজনের বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিকেল টিম গঠন করা হয়েছে। দ্রুতই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হবে। উল্লেখ্য, নির্মল মাঝির ঘনিষ্ঠ সুত্রে জানা যাচ্ছে কয়েকদিন ধরেই তাঁর মাথায় যন্ত্রণা হচ্ছিল। তবে তিনি বিষয়টিতে গুরুত্ব দেননি বলেই অনুযোগ ঘনিষ্ঠদের।
Post a Comment
Thank You for your important feedback