কিছুদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু সবার আনন্দেই বাদ সাধছে করোনা। হাবরা পৃথিবা পঞ্চায়েতের জিয়লডাঙ্গা এলাকার পরিমল পাল প্রতিবছর তাইল্যান্ডে গিয়ে প্রতিমা বানান। কিন্তু করোনার জেরে এবার প্রতিমা তৈরি করেছেন বাড়িতেই। সময় লেগেছে প্রায় ১৫ দিন বৃহস্পতিবার প্রতিমা পাড়ি দেবে ব্যাঙ্কক। এ বছর তাইল্যান্ডে যেতে না পারায় শিল্পীর মন খারাপ। শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে। শিল্পীর সঙ্গে সহযোগিতা করছেন তাঁর ছেলে এবং ভাগ্নে। প্রায় ৫০ হাজার টাকার দামে থাবিক্রি হচ্ছে এই মূর্তি। মূর্তিটি সম্পূর্ণ তৈরি হয়েছে মাটি, বিচুলি ও শাড়ি দিয়ে।
Post a Comment
Thank You for your important feedback