চলতি বছর করোনা আবহে গোয়ায় আইএসএল হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। তবুও দেশের সর্বোচ্চ লিগে থাকবে না চিরন্তন ঘটি-বাঙালের যুদ্ধ? এই চিন্তায় ডুবে ছিল বাংলার সমস্ত ফুটবলপ্রেমী মানুষ। এবার জোড়া আশার খবর পাওয়া যাচ্ছে শতবর্ষ ছোঁয়া ইস্টবেঙ্গলের তরফ থেকে। জানা যাচ্ছে, স্পনসর খুঁজে পেয়েছেন ক্লাব কর্তারা। খুব শীঘ্রই হবে ঘোষণা। এছাড়া আইএসএল খেলার ছাড়পত্রও পেতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ফলে শতবর্ষেই জোড়া খুশীর খবরে উদ্বেল লাল-হলুদ জনতা। এক সর্বভারতীয় বাংলা সংবাদপত্রের খবর অনুযায়ী নতুন বিনিয়োগ পেয়ে গিয়েছে লাল-হলুদ। বাংলারই এক বাণিজ্যিক সংস্থা বিনিয়োগ করতে চলেছে ইস্টবেঙ্গলে। বাংলার মুখ্যমন্ত্রীই এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। পাশাপাশি আইএসএল-এর উদ্যোক্তা এফএসডিএল-এর চেয়ারপার্সন নীতা আম্বানিও এই বিষয়ে সাহায্য করেছেন ক্লাবকর্তাদের।
ওই প্রতিবেদন অনুযায়ী ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চলেছে ‘শ্রী সিমেন্ট’। ক্লাবের ৮০ শতাংশ শেয়ার তাঁদের হাতে যাচ্ছে। বাকি ২০ শতাংশ ইস্টবেঙ্গলের হাতে থাকবে। বোর্ডে সদস্য থাকবে স্পনসরদের ৬ প্রতিনিধি ও ইস্টবেঙ্গলের ২ জন। ক্লাবের ঐতিহ্য মেনে জার্সির রঙে বদল করা হবে না। উল্লেখ্য, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) কর্তৃপক্ষ আগেই দশ দলকে নিয়ে বৈঠক করে জানিয়ে দিয়েছিল এ বারের টুর্নামেন্টে বাড়ানো হবে না দলের সংখ্যা। ফলে আইএসএলে এবার ইস্টবেঙ্গলের খেলার সম্ভাবনা শেষই হয়ে গিয়েছিল একপ্রকার। কিন্তু সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতা আম্বানিকে অনুরোধ করেছিলেন ইস্টবেঙ্গলকে সুযোগ করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর ফোন পেয়েই ইস্টবেঙ্গলের জন্য লগ্নিকারী সংস্থা খুঁজে দেওয়ার জন্য সচেষ্ট হন মুকেশ-নীতা অম্বানিরা। তারই ফল পেল সদ্য শতবর্ষে পা দেওয়া ঐতিহ্যবাহী ক্লাব। ফলে স্বভাবতই খুশি সভ্য-সমর্থকরা।
Post a Comment
Thank You for your important feedback