শেষ মুহুর্তে দল গোছাতে সমস্যায় ইস্টবেঙ্গল

 

শেষ মুহূর্তে ISL খেলার ছাড়পত্র পেল ইস্টবেঙ্গল। রবিবারই এই ঘোষণা করেছেন আয়োজক সংস্থার কর্ণধার নীতা আম্বানি। কিন্তু একেবারে শেষমুহূর্তে গ্রীণ সিগন্যাল মেলায় দল গোছাতে সমস্যায় পড়েছেন লাল-হলুদ কর্মকর্তারা। তাদের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান গতবছরের জাতীয় লিগ চ্যাম্পিয়ন। একটা তৈরি দল ছিলই, এর সঙ্গে যুক্ত হয়েছে আইএসএল ক্লাব এটিকে। ফলে দল অনেকটাই গোছানো এটিকে-মোহনবাগানের। এরওপর তাঁরা জাতীয় দলের তারকা সন্দেশ ঝিঙ্গনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সেরে ফেলল। তবে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও।

সোমবার ইস্টবেঙ্গল চুক্তি করল জাতীয় দলের তারকা স্ট্রাইকার জেজের সঙ্গে। কিন্তু হাফ লাইন ও ডিফেন্স সম্পূর্ণ প্রস্তুত নয় ইস্টবেঙ্গলের। যদিও ভালো খবর তারকা ডিফেন্ডার নারায়ণ দাসকে দলে নেওয়া নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। নারায়ণের সঙ্গেও বেশি কিছুদিন ধরেই আলোচনা চালাচ্ছিলেন লাল-হলুদ কর্তারা। অপরদিকে খবর, লিভারপুল লেজেন্ড রবি ফাউলারের সঙ্গে কথা প্রায় পাকা ইস্টবেঙ্গলের। সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই শতবর্ষের ইস্টবেঙ্গল কোচের হটসিটে বসবেন। প্রসঙ্গত, সদ্য শেষ হয়া ২০১৯-২০ মরশুমে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোয়ারের কোচের দায়িত্ব পালন করেছেন ফাউলার। পাশাপাশি সহকারী কোচ হিসেবে নাম উঠে আসছে প্রাক্তন ইস্টবেঙ্গল তথা ভারতীয় জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার রেনেডি সিংয়ের নাম। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক্তনী ও ঘরের ছেলে বাইচুং ভুটিয়া জানিয়েছেন, এ বছর দল খুব ভালো ফল নাও করতে পারে যেহেতু শেষ মুহূর্তে সব ঠিক হয়েছে। তবে নতুন তরুণ প্রজন্ম ভালো খেলবে। বাইচুং বলেন, ISL-এ কি হবে সেটা পরের কথা, কিন্তু অন্য টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ভালো ফল করবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post