মানচিত্র থেকে মুছে গেল ধানগড়া

মুছে গেল ধানগড়া। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধানগড়া গ্রাম এখন জেলার মানচিত্রেই আর নেই। কারণ বিগত একমাস ধরে গঙ্গা ভাঙনে আস্ত গ্রামটিই তলিয়ে গিয়েছে গঙ্গা গর্ভে। এখন সেই গ্রামের মানুষগুলো শুধু স্মৃতি ও চোখের জল নিয়ে বেঁচে আছেন। সরকারি সাহায্য বলতে শুধুই একটি ত্রিপল ও দু কেজি চাল।

ঠিকমতো সরকারি সাহায্য না পেয়ে তাই আশেপাশের গ্রামের মানুষ নেমে পড়েছেন তাদের সাহায্য করার জন্য। বিভিন্ন গ্রাম থেকে যারা সেই এলাকার ভাঙ্গন দেখতে আসছেন তাদের কাছেই সাহায্য চেয়ে নিচ্ছেন। সেই এলাকারই ক্ষতিগ্রস্ত সিতারা দেওয়া ক্ষোভ উগরে দিলেন সরকারের উপর। তিনি জানান, স্বামী না থাকার কারণে বিড়ি বেঁধে সংসার চালাই। সরকারি লোন নিয়ে সাধের ঘরটুকু করেছিলেন খুব কষ্টে। কিন্তু শেষ সম্বলটুকু তাঁর আর নেই। চলে গিয়েছে নদীগর্ভে। লোন শোধ করবেন কীকরে সেই চিন্তায় ঘুম নেই চোখে। তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন সরকারের বিরুদ্ধে, ভোট যখন হবে তখন আমরা বন্ধু, আর এখন অসময়ে তো কেউ আসে না কিছু বলে না? কিছু দিতে পারবে না তো বলুক আমরা নদীতে ঝাঁপ দেব । শুধু আশা দিচ্ছে আর কিছুই দিচ্ছে না।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post