প্রয়াত যশবন্ত সিং, শোক প্রকাশ মোদির

প্রয়াত হলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে তিনি প্রতিরক্ষামন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক মহলে। শোকবার্তা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশসেবা করেছেন তিনি। যশবন্ত সিং-কে তাঁর বুদ্ধিমত্তা ও দেশের সেবার জন্য চিরকাল সকলে মনে রাখবে৷ রাজস্থানে বিজেপিকে শক্তশালী করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷ তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা’।
উল্লেখ্য বিজেপির উত্থানের সময় যশবন্ত সিংয়ের ভূমিকা ছিল অনস্বীকার্য। পরে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পরও তাঁকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। তাঁর আমলে বিভিন্ন সময় প্রতিরক্ষা, অর্থ ও বিদেশ মন্ত্রকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। রাজস্থানের বারমের জেলার জসোল গ্রামে ১৯৩৮ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহন করেন যশবন্ত সিং। এরপর কলেজ জীবন শেষ করে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। সেখান থেকে উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান ষাটের দশকে। পরে সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে প্রবেশ। বিজেপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রাকাশ করেছেন রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ বিভিন্ন বিজেপি নেতা-মন্ত্রীরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post