রবিবারই মুখোমুখি বসিয়ে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী এবং তাঁর ভাই সৌভককে জেরা করতে পারেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র গোয়েন্দারা। টানা ১০ ঘণ্টা জেরার পর শুক্রবার গ্রেফতার করা হয়েছে সৌভিককে। গ্রেফতার হয়েছেন সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। শনিবার তাঁদের মুম্বইয়ের আদালত ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, এনসিবি-র জেরায় সৌভিক জানিয়েছে, তিনি রিয়ার কথাতেই সুশান্তের জন্য মাদক কিনতেন স্যামুয়েলের মাধ্যমে। আদালতে এবসিবি বলেছে, মাদক কারবারি আবদুল বাসিত পরিহারের কাছে থেকে সৌভিক গাঁজা আর মারিজুয়ানা কিনতেন গুগল পে-র মাধ্যমে। এনসিবি যে ল্যাপটপ আর চ্যাট বাজেয়াপ্ত করেছে তা নিয়েও জেরা করা হবে তাঁদের। রিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাঁকেও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোরে এনসিবি রিয়া-সৌভিকের এবং স্যামুয়েলের বাড়িতে তল্লাশি চালায়।
Post a Comment
Thank You for your important feedback