আর কিছুক্ষনের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে ত্রয়োদশতম আইপিএল। সংয়ুক্ত আরব আমিরশাহিতে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে। করোনা আবহের মধ্যেও আইপিএল নিয়ে উৎসাহের খামতি নেই। আর এই আইপিএল মঞ্চকেই নিজের আসন্ন ছবির প্রমোশনের কাজে ব্যবহার করতে চাইছেন অভিনেতা ফারহান আখতার। মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করার পর এবার একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর নতুন ছবি ‘তুফান’ একেবারে অ্যাকশন প্যাকড সিনেমা।
আর নয়া রূপে দেখা যাবে ফারহান আখতারকে। ছবির পরিচালক ওমপ্রকাশ মেহেরা। ছবিতে ঈশা তলোয়ার, দর্শন কুমার, সুপ্রিয়া পাঠক, পরেশ রাওয়াল-সহ আরও অনেকে রয়েছেন। ‘জীবনে যখন কঠিন সময় আসে, তাতে আপনি বেশী শক্তিশালী হয়ে ওঠেন, এই বছর তুফান আসছে’ বলেছেন ফারহান আখতার। সেই সঙ্গে তাঁর অভিনীত সিনেমার একটি এক্সক্লুসিভ ছবিও শেয়ার করেছেন তিনি সোশাল মিডিয়ায়। করোনা আহবেই আপাতত ঠিক হয়েছে তুফান মুক্তি পাচ্ছে ২ অক্টোবর। তবে সেটা সিনেমা হলে নাকি অন্য কোনও মাধ্যমে সেটা জানা বাকি।
Post a Comment
Thank You for your important feedback