মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই ফের আগুনের ঘটনা ঘটল নারকেলডাঙায়। এবার তেলের গুদামে আগুন লাগল। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত দেয়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ক্যানাল ইস্ট রোডের এক নারকেল তেলের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রনে। এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভানোর কাজে ব্যাঘাত হয় বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা। আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখছে দমকলকর্মীরা। উল্লেখ্য এদিন ভোরে নারকেলডাঙার ছাগলপট্টিতে এক বস্তিতেও আগুন লেগেছিল। তার কয়েকঘন্টার পরই আগুন লাগল নারকেল তেলের গুদামে।
Post a Comment
Thank You for your important feedback