প্রতীক্ষার অবসান, করোনার টিকার প্রথম ব্যাচের ডোজ রাশিয়ানদের জন্য খুলে দেওয়া হয়েছে। গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তৈরি স্পুটনিক-৫ নামের টিকাটি খুব তাড়াতাড়ি আঞ্চলিক পর্যায়ে সরবরাহ শুরু করা হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক এ তথ্য জানিয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, করোনা প্রতিরোধে গাম-কোভিড-ভ্যাক বা স্পুটনিক-৫ নামের প্রথম ব্যাচের টিকাটি প্রয়োজনীয় সব গুণগত পরীক্ষায় অনুমোদন করা হয়েছে। দেশে রোজদ্রাভনাদজোর ল্যাবরেটরিতে পরীক্ষা করে এই টিকা সাধারণ মানুষের মধ্যে বিলি করার জন্য দেওয়া হচ্ছে।
গত ১১ আগস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রথম এই টিকা অনুমোদন দেয়। বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদনের ঘটনা ছিল এটি। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, কয়েক মাসের মধ্যেই মস্কোর বেশরিভাগ নাগরিককেই টিকা দেওয়া হবে। গত সপ্তাহে রাশিয়ার বিজ্ঞানীরা জানান, টিকার প্রাথমিক পরীক্ষায় এটি প্রতিরোধক প্রতিক্রিয়ার প্রমাণ দেখাতে পেরেছে। গবেষণায় অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির শরীরে তাঁদের টিকা দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা করোনার বিরুদ্ধে লড়তে পারে। এ টিকার বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। অন্যদিকে, চিনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের মডার্না এবং মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের উদ্ভাবিত সম্ভাব্য টিকাগুলোরও তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ তালিকায় রাশিয়ার কোনও টিকার নাম নেই।
Post a Comment
Thank You for your important feedback