সার্বিক লকডাউন: কলকাতায় কড়াকড়ি, জেলায় ঢিলেমি

সোমবার সপ্তাহের প্রথম দিন সেপ্টেম্বরের প্রথম লকডাউন চলছে রাজ্যজুড়ে। বিগত লকডাউনের মতো এদিনের লকডাউনে পুলিশের নজরদারি চলছে। তবে জেলায় জেলায় ঢিলেমির চিত্রও সামনে আসছে। কলকাতাতেও কয়েকটি এলাকায় নজরদারি এড়িয়ে রাস্তায় বের হয়েছেন মানুষজন। সকাল থেকেই রাজাবাজারে খোলা দোকানপাট। চা-কচুড়ি, পরোটা, বেলের সরবত সহ একাধিক দোকান খোলা রাজাবাজার এলাকায়। রাস্তায় ভিড় এলাকাবাসীর। অন্যান্য দিনের মতোই ছিল এদিনের চিত্র। বেলা এগারোটা নাগাদ সেখানে পুলিশ আসে। তাঁরাই বন্ধ করায় দোকানপাট। একই চিত্র দেখা গিয়েছে উল্টোডাঙা, নারকেলডাঙা এলাকায়।
তবে শহরের অন্যন্য এলাকায় পুলিশের কড়া নজরদারিতেই চলছে লকডাউন। রাস্তায় বের হওয়া গাড়ি, মোটরবাইক ও সাইকেল আরোহীদের প্রয়োজনীয় নথি ও অনুমতিপত্র দেখা হচ্ছে। যারা সেটা দেখাতে পারছেন না, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কলকাতায় ঢোকার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। কলকাতায় ঢোকা ও বের হওয়ার রাস্তায় কড়া নজর রাখছে পুলিশ। হাওড়া ব্রিজেও চলছে নাকা চেকিং। ফলে কার্যত ফাঁকা হাওড়া ব্রিজে রয়েছে পুলিশের ব্যারিকেড। কলকাতায় কড়াকড়ির চিত্র দেখা গেলেও জেলায় জেলায় ঢিলেমির ছবি দেখা মিলছে। বীরভূমের নলহাটিতে দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় চলছে অটো। সেখানেও কার্যত ঠাসাঠাসি করে নিজেদের গন্তব্যে যাতায়াত করছেন মানুষজন। পুলিশি নজরদারির অভাবে আবাধ যাতায়াত চলছে মোটরসাইকেল ও গাড়ির।
লকডাউন উপেক্ষা করেই বাঁকুড়ার দোলতলা এলাকায় রীতিমতো অন্যান্য দিনের মতো বসেছিল বাজার। সকাল থেকেই বেচাকেনা চলল অবাধে। বেলার দিকে অবশ্য বাঁকুড়া সদর থানার পুলিশ বাজারে হানা দিয়ে দুজনকে আটক করে। একই ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বেনাদহ, দেবকুন্ডু সহ বিভিন্ন এলাকায়। লকডাউন উপেক্ষা করেই খোলা বাজার। অবাধে চলে বেচাকেনা, বাজারে ভিড় অন্যান্য দিনের মতোই। মুশিদাবাদের সুতি থানার মহেশাইল হাটে মানুষের ভিড় ছইল চোখে পড়ার মত। প্রশাসনের নজর এড়িয়ে চলছে কেনাবেচা। অথচ সাধারণ মানুষের মুখে নেই মাস্ক, নেই কোনও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা।
লকডাউনের পাশাপাশি কোচবিহারে সকাল থেকই শুরু হয়েছে বৃষ্টি। তবে লকডাউন অমান্য করে বের হওয়া মানুষদের এদিন কোচবিহার সদর মহকুমাশাসক র‍্যাপিড করোনা টেস্ট করিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই লকডাউনের দিনগুলিতে এই টেস্ট করানো হচ্ছে কোচবিহার শহরে। পুরাতন মালদা সাহাপুর এলাকায় লকডাউন উপেক্ষা করে বাজার খোলা। মুখে মাক্স নেই পথ চলতি মানুষদের। উত্তর ২৪ পরগনার অশোকনগর দিঘীরহাট রোডে বাগপারা এলাকায় অবাধে চলছে বাজার। সবজি থেকে মাছ সবই বিক্রি হচ্ছে লকডাউন অমান্য করে। নেই কোনও পুলিশের নজরদারি, নেই সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই।
একইভাবে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার পিয়ালী বাজারে বিধিভঙ্গের ছবি ধরা পড়লো। তবে বেলার দিকে পুলিশ গিয়ে বন্ধ করিয়ে দেয় দোকানপাট। লকডাউন অমান্য করায় কান ধরে ওঠবোস করায় পুলিশ। এই জেলার বাসন্তী, ক্যানিং, কাকদ্বীপেও লকডাউন অমান্য করে দোকানপাট খোলার ছবি দেখা গিয়েছে। সবমিলিয়ে জেলায় জেলায় লকডাউন উপেক্ষা করার ছবি ধরা পড়ল সেপ্টেম্বরের প্রথম লকডাউনেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post