ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, রবিবার মৃদু উপসর্গ থাকায় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই তাঁর করোনার উপসর্গ দেখা দিয়েছিল। এরপরই কোভিড পরীক্ষা করান খাদ্যমন্ত্রী। ওই রিপোর্টই পজিটিভ আসে। এরপরই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কারণ খাদ্যমন্ত্রীর হাই ডায়াবেটিস থাকায় কোনও ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকরা। আপাতত স্থিতিশীল জ্যোতিপ্রিয় মল্লিক বলে হাসপাতাল সূত্রে খবর। গত মাসেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তৃণমূল বিধায়ক কমোনাশ ঘোষের। পাশাপাশি এগরার তৃণমূল বিধায়কেরও মৃত্যু হয়েছিল করোনায় আক্রান্ত হয়ে। এর আগে সুজিত বসু সহ তৃণমূলের প্রথমসারির কয়েকজন নেতা-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁরা করোনা মুক্ত হয়ে বাড়িও ফিরেছেন। এবার আরেক মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় শাসকদলের শিবিরে উদ্বেগ বেড়েছে।
Post a Comment
Thank You for your important feedback