অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল নতুন ফিচার নিয়ে এসেছে। জনপ্রিয় অ্যাপ ট্রুকলারকে টেক্কা দিতে গুগল বাজারে এনেছে ‘ভেরিফায়েড কলস’। এর মাধ্যমে ব্যবহারকারীকে গুগল জানিয়ে দেবে ফোনের ওপারে কে রয়েছেন। ফোন রিসিভ করার আগেই জেনে যাবেন যে, কে কল করছেন, কী কারণেই বা ফোন করা হচ্ছে। ফলে গোটা দুনিয়ায় ভুয়ো ফোনের সাহায্যে যেসব অপরাধমূলক কাজ ঘটে থাকে, তা আটকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। সুবিধা পেতে প্লে স্টোর থেকে ‘ভেরিফায়েড কলস’ অ্যাপটি গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে। শিগগিরই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে। যেখানে ‘ভেরিফায়েড কলস’ ফিচার দেওয়া থাকবে। যদিও সব দেশে এটি এখনও চালু হয়নি। স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এ ফিচারের সুবিধা ভোগ করতে পারছেন। উল্লেখ্য, ভুয়ো ফোনকল এড়িয়ে চলতে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীই ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন। সেখানে কলারের নাম ছাড়া বিভিন্ন তথ্য দেয়, যা ব্যবহারকারীদের অত্যন্ত সাহায্য করে।
Post a Comment
Thank You for your important feedback