দেশের প্রথম পদ্মশ্রী প্রাপ্ত মহিলা সাঁতারু আরতি সাহার আজ আশিতম জন্মদিন। তাঁকেই ডুডুলে শ্রদ্ধা জানাল সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগুল। বৃহস্পতিবার সকালেই গুগুলের ডুডলে তাঁর জন্মদিন উৎসর্গ করা হয়েছে। স্বাধীনতার আগে ১৯৪৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন আরতি সাহা। হুগলি নদীতেই তাঁর সাঁতার শেখা। পরবর্তী সময় তিনিই প্রতিযোগিতামূলক দূরপাল্লার সাঁতারে নিজের ও দেশের নাম উজ্জ্বল করেন। তাঁর প্রশিক্ষক ছিলেন প্রখ্যাত সাঁতারু শচীন বাগ। মাত্র পাঁচ বছর বয়েসেই এক প্রতিযোগিতায় স্বর্ণপদক পান আরতি দেবী। ১১ বছরেই তিনি একের পর এক রেকর্ড ভেঙে খবরের শিরোনামে উঠে আসেন। ১৯৫২ সালে হেলসিঙ্কিতে মাত্র ১২ বছর বয়েসেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। এমনকি প্রথম দলেও জায়গা করে নিয়েছিলেন। তিনিই এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন। যদিও ১৮ বছর বয়েসে তিনি প্রথম কঠিন এই চ্যানেল পার করার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে দ্বিতীয় চেষ্টাতেই সফল হয়েছিলেন কিংবদন্তি এই মহিলা সাঁতারু।
Post a Comment
Thank You for your important feedback