এবার আইপিএল থেকে সরে এলেন হরভজন সিং। এর আগে সুরেশ রায়না, লাসিথ মালিঙ্গা এবারের আইপিএল থেকে সরে গিয়েছেন। দুবাইয়ে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন হরভজন। ফলে ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হওয়ার আগে রীতিমতো বেকায়দায় চেন্নাই সুপার কিংস। গতমাসে হরভজন চেন্নাইয়ে ৬ দিনের প্রশিক্ষণ শিবিরে যাননি। ২১ আগস্ট দলের সঙ্গে দুবাইও যাননি তিনি। ইতিমধ্যেই চেন্নাইয়ের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন ৪০ বছরে স্পিনার হরভজন। পেয়েছেন ২৩টি উইকেট। অন্যদিকে, সুরেশ রায়না পারিবারিক কারণে দেশে ফিরলেও তিনি দলের হয়ে খেলতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback