একজন-দুজন নয় একসঙ্গে ৫২ জন শিক্ষিকা গুরুতর অভিযোগ আনলেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্কুলেরই মহিলা শৌচালয়ে গোপন ক্যামেরা লাগিয়ে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে ব্যাকমেল করা হচ্ছে তাঁদের। এমনকি বিনা বেতনে কাজ করতে বাধ্যও করছে ওই বেসরকারি স্কুল। চাঞ্চল্যকর ঘটনাটি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। মিরাটের এক বেসরকারি স্কুলের ৫২ জন শিক্ষিকা একযোগে পুলিশের দাঁড়স্থ হয়েছেন।
যদিও ওই স্কুলের পরিচালন পর্ষদ পুরো বিষটি অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেরট পুলিশ। শিক্ষিকাদের অভিযোগ, ‘স্কুল কমিটির সম্পাদক শৌচালয়ের আপত্তিকর ছবি ও ভিডিও নিয়ে দিনের পর দিন তাঁদের ব্ল্যাকমেল করছেন। বকেয়া বেতন চাইতে গেলেই ভয় দেখানো হচ্ছে ওই সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার। তাঁদের বিগত কয়েকমাস ধরে বেতন দেওয়া হয়নি’। মিরাট পুলিশ শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে ৩৫৪/এ ধারায় যৌন হয়রানি এবং ৫০৪ ও ৩৫৪/সি আইপিসি ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। বুধবারই এফআইআর দায়ের হয়েছে। অপরদিকে, স্কুল কমিটির সম্পাদক এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্কুলের পুরুষ শৌচালয়ে সিসিটিভি বসানো হলেও মহিলা শৌচালয়ে কোনও ক্যামেরা নেই। এছাড়া করোনা আবহের জন্য বন্ধ স্কুল, তাই বেতন দেওয়ার মতো টাকা তাঁদের হাতে না থাকায় শিক্ষক-শিক্ষিকাদের বেতন ঠিকমতো দিতে পারছেন না তাঁরা। এই ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ।
যদিও ওই স্কুলের পরিচালন পর্ষদ পুরো বিষটি অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেরট পুলিশ। শিক্ষিকাদের অভিযোগ, ‘স্কুল কমিটির সম্পাদক শৌচালয়ের আপত্তিকর ছবি ও ভিডিও নিয়ে দিনের পর দিন তাঁদের ব্ল্যাকমেল করছেন। বকেয়া বেতন চাইতে গেলেই ভয় দেখানো হচ্ছে ওই সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার। তাঁদের বিগত কয়েকমাস ধরে বেতন দেওয়া হয়নি’। মিরাট পুলিশ শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে ৩৫৪/এ ধারায় যৌন হয়রানি এবং ৫০৪ ও ৩৫৪/সি আইপিসি ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। বুধবারই এফআইআর দায়ের হয়েছে। অপরদিকে, স্কুল কমিটির সম্পাদক এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্কুলের পুরুষ শৌচালয়ে সিসিটিভি বসানো হলেও মহিলা শৌচালয়ে কোনও ক্যামেরা নেই। এছাড়া করোনা আবহের জন্য বন্ধ স্কুল, তাই বেতন দেওয়ার মতো টাকা তাঁদের হাতে না থাকায় শিক্ষক-শিক্ষিকাদের বেতন ঠিকমতো দিতে পারছেন না তাঁরা। এই ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ।
Post a Comment
Thank You for your important feedback