বাঙালির পাতে ইলিশ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পাল্টা সৌজন্য দেখাল ভারতও। রফাতনির পথে বিভিন্ন জায়গায় আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশকে পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। সূত্রের খবর, বাংলাদেশে রফতানির জন্য প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ আটকে রয়েছে সীমান্তে। ট্রাকে বোঝাই অবস্থায় পচন ধরাও শুরু হয়েছে পেঁয়াজের। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের উৎপাদন নেই, ফলে দামও আকাশচুম্বী। ৯০-১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেদেশে। কারণ ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ওপরই অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশ।
এই পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার বিশেষ অনুরোধ করে ভারত সরকারকে। মূলত সেই অনুরোধেই ওপারবাংলাকে এই সুবিধা দেবে ভারত। উল্লেখ্য, গত সোমবার বাংলাদেশ সহ অন্যান্য দেশে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। ফলে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। কারণ ইতিমধ্যেই প্রায় ২৫০ ট্রাক পেঁয়াজ লোড করে বাংলাদেশে পাড়ি দেওয়ার জন্য রওনা দিয়েছিল। যার বেশিরভাগই বাংলাদেশ সীমান্তে পৌঁছে যায়। ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অপরদিকে রফতানি বন্ধ করায় বাংলাদেশেও পেঁয়াজের হাহাকার পড়ে যায়। এবার বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়ে ২৫ হাজার টন পেঁয়াজ পাঠানোর অনুমতি দিল মোদি সরকার।
Post a Comment
Thank You for your important feedback