বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। বিশ্বের তাবড় জননেতাদের মধ্যে মোদির জনপ্রিয়তা বেশ আকর্ষণীয়। এদিন মোদির জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসল প্রধানমন্ত্রীর সোশাল মিডিয়ার দেওয়াল। দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, বলিউডের স্টার থেকে শুরু করে আমজনতা জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিলেন প্রধানমন্ত্রীকে। এমনকি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও বাদ গেলেন না। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন, নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি সহ অনেকেই।
My greetings to the Hon'ble Prime Minister Shri @narendramodi Ji on his 70th Birthday. I wish him a healthy and successful year ahead.— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2020
মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন টুইট করে লেখেন, ‘মোদিজিকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা, আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করছি’। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে জানান, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। আপনি ভারতের ঐতিহ্য, মূল্যবোধ ও গণতন্ত্রের পরম্পরাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সর্বদা সুস্থ ও আনন্দে থাকুন’। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধিও।
Wishing PM Narendra Modi ji a happy birthday.— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2020
ইদানিং প্রায় রোজই টুইট করে মোদী সরকারকে তুলোধনা করছিলেন রাহুল। তবে এদিন বেশ আন্তরিক ছিলেন কংগ্রেস নেতা। দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘স্যার আপনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য আমি প্রার্থনা জানাই। মোদির অন্যতম সহযোদ্ধা অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার অনেকেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
प्रधानमंत्री @narendramodi जी को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। आपने भारत के जीवन-मूल्यों व लोकतांत्रिक परंपरा में निष्ठा का आदर्श प्रस्तुत किया है। मेरी शुभेच्छा और प्रार्थना है कि ईश्वर आपको सदा स्वस्थ व सानन्द रखे तथा राष्ट्र को आपकी अमूल्य सेवाएं प्राप्त होती रहें।— President of India (@rashtrapatibhvn) September 17, 2020
অপরদিকে নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মোদিকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেখেন, ‘নরেন্দ্র মোদীর সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তিনি তাকে সম্মান করেন’। চিঠিতে তিনি আরও লিখেছেন ‘ভারতকে সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়তির পথে চালনা করার জন্য মোদিকে অভিনন্দন’। অপরদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের পাঠানো শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী দফতরের অফিসিয়াল ট্যুইট হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।
Chancellor Angela Merkel wrote to PM @narendramodi, conveying greetings to him on his birthday. pic.twitter.com/2EKOIyVJrY— PMO India (@PMOIndia) September 17, 2020
মর্কেল লিখেছেন, ‘আপনাকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। বিশেষ করে এই কঠিন সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকার কামনা করি। গত কয়েক বছরে আমরা দুজনে ভারত ও জার্মানির মধ্যে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ককে আরও মজবুত করে তুলেছি’। সংঘাতের আবহেও মোদিকে শুভেচ্ছাবার্তা দিতে ভোলেননি নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। মোদির সুস্বাস্থ্যের প্রার্থনা করে তিনি লিখেছেন, ভারত ও নেপালের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে একসাথে কাজ করতে চান।
PM @MarinSanna of Finland has extended birthday greetings to PM @narendramodi. pic.twitter.com/a7ELHEvZPh— PMO India (@PMOIndia) September 16, 2020
Post a Comment
Thank You for your important feedback