চিনা পাবজির বদলা দেশি ফৌ-জি

পাবজি সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার তার জবাবে পুরোদস্তুর দেশি অ্যাপ ফৌ-জি আসছে। লাদাখে চিনের হামলার পর কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। শুক্রবার বলিউড অভিনেতা অক্ষয়কুমার টুইটারে জানান, গেমসের শিরোনাম ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড- গার্ডস। নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতকে সম্মান জানাতেই এই উদ্যোগ। এতে বিনোদন ছাড়াও সেনার আত্মত্যাগ সম্পর্কেও মানুষ জানতে পারবেন। এই গেম থেকে যা অর্থ উপার্জন হবে তার কুড়ি ভাগ ভারত কে বীর ট্রাস্টে দেওয়া হবে। এই গেমটি বানিয়েছে এনকোর গেমস। অক্টোবরের শেষেই পাওয়া যাবে এটি। ঘরেবাইরে শত্রুদের মোকাবিলার বাস্তব কাহিনির উপরই গেম তৈরি হবে। গেমের প্রথম সেটটি লাদাখের গালওয়ান উপত্যকার, যেখানে গত জুনে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ হয়েছিল চিনা সেনার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post