আজ একেবারে তলায় থাকা দুই দলের লড়াই -- কেকেআর আর সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই একটি করে ম্যাচ খেলে হেরে গিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের কাছে প্রথম ম্যাচে বাজেভাবে হেরে গিয়েছে কেকেআর। শনিবার তারা ডেভিড ওয়ার্নারের টিমের মুখোমুখি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে হায়দরাবাদ। শনিবার দুদলের কাছেই জয় দরকার। আন্দ্রে রাসেল ও ইয়োন মর্গানের মতো মিডল অর্ডার নিয়ে লড়ে যাওয়ার ক্ষমতা রাখে কেকেআর। মুম্বইয়ের বিরুদ্ধে অবশ্য দুজনেই ব্যর্থ। মুমব্ইয়ের বিপক্ষে হতাশ করেছেন শুভমান গিল আর সুনীল নারাইনেও। শনিবার ওপেনিং জুটি পাল্টাতে পারে কেকেআর। বাদ পড়তে পারেন নিখিল নায়েক। গত ম্যাচে তাঁর অবদান ১ রান। জিততে হলে দীনেশ কার্তিক, নীতীশ রানা আর মর্গানকে ভালো খেলতেই হবে। বোলারদের মধ্যে প্যাট কামিনসকে আরও আগ্রাসী হতে হবে। অন্যদিক, হায়দরাবাদের মিডল অর্ডারের দুর্বলতা প্রকট। ওপেনার ডেভিড ওয়ার্নারও প্রথম ম্যাচে ব্যর্থ। গোড়ালি চোটের জন্য টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। বোলারদের মধ্যে নিরাশ করেছেন সন্দীপ শর্মা আর টি নটরাজন। ভালো খেলতে পারেননি আফগান রাশিদ খানও।
Post a Comment
Thank You for your important feedback