আইপিএলে থামল দিল্লির বিজয়রথ, প্রথম জয় হায়দরাবাদের

 

টানা দুই ম্যাচ জয়ের পর মঙ্গলবার থামল দিল্লি ক্যাপিটালের বিজয়রথ। আর এবারের আইপিএলে প্রথম জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন হায়দরাবাদ প্রথমে ব্যাট করে তোলে ১৬২ রান। এই রান আইপিএলের নিরীখে যে বিশাল স্কোর সেটা একেবারেই নয়। তার ওপর দিল্লি ক্যাপিটালের শক্তিশালি ব্যাটিং লাইনআপ। তবুও অদম্য লড়াই দিল ডেভিড ওয়ার্নারের দল। আর রশিদ খান, তাঁর স্পিনের জাদুতেই ধরাশায়ী হল দিল্লি। তাঁরা থামলো ১৪৭ রানে, হায়দরাবাদ জিতল ১৫ রানে। আফগানিস্তানের অফস্পিনার রশিদ খান ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিলেন ৩ ইউকেট। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ভারতের তারকা পেসার ভূবনেশ্বর কুমার। তিনি ২৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

হায়দরাবাদ ম্যাচটি জেতায় জমে গেল এবারের আইপিএল। আবু ধাবির মন্থর উইকেটে টসে জিতে বোলিং নেয় দিল্লি। প্রথমে ব্যাট করে শুরুটাও মন্থর হয় হায়দরাবাদের ইনিংস। অধিনায়ক ওয়ার্নার ও ইংরেজ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো তবুও শুরুটা ভালো করেন। ওয়ার্নার করলেন ৩৩ বলে ৪৫ রান ও বেয়ারস্টো ৪৮ বলে করলেন ৫৩ রান। পরে কেন উইলিয়ামস ২৬ বলে ৪১ রান করে দিল্লিকে ১৬২ রানের টার্গেট দিতে সাহায্য করলেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী শ’র উইকেট হারায় দিল্লি। তবে দিল্লির কোনও ব্যাটসম্যানই এদিন ক্রিজে টিকে থাকতে পারেননি। শেখর ধাওয়ান (৩৪), শ্রেয়স আইয়ার (১৭), ঋষব পন্থ (২৮), সিমরন হেটমেয়ার (২১) কেউই বড় রান পাননি। ফলে ম্যাচ হারতে হল দিল্লিকে। আর তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন রশিদ খান।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post