করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রস্ত গোটা বিশ্ব। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরবন্দি থাকাই এখন দস্তুর। সংক্রমণ ঠেকাতেই এটা ছাড়া আর উপায়ই বা কি? কিন্তু করোনার কারণে কি পড়াশোনা শিকেয় উঠবে? দীর্ঘ সাতমাস সবকিছু স্তব্ধ থাকার পর ৫ই সেপ্টেম্বর থেকে ইরানে স্কুলগুলি খুলতে শুরু করেছে। নিউ নর্মাল লাইফে ফিরছেন সকলে। প্রায় ১ কোটি ৫০ লক্ষ পড়ুয়া আবার স্কুলে আসছে পড়াশোনা করতে। কিন্তু ইরানে ছোট ছোট পড়ুয়াদের ক্লাসরুমের যে ছবি সামনে আসছে তাতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। সংক্রমণের কথা মাথায় রেখে প্রত্যেক পড়ুয়াকে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ তাঁবুতে বসার ব্যবস্থা করা হয়েছে। এই নতুন ভাবনাকে যখন কিছু মানুষ প্রসংশা করছেন তখন অনেকেই মনে করছেন পড়ুয়াদের স্বাস্থ্যের জন্য এই ব্যবস্থা একেবারেই ভালো নয়।
School in the age of pandemic in Iran. pic.twitter.com/Gg6v7KMhbh— Farnaz Fassihi (@farnazfassihi) September 8, 2020
Post a Comment
Thank You for your important feedback