করোনা আবহে কলকাতা বিশ্ববিদ্যালয় নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল। পড়ুয়াদের ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হবে না, তাঁর বদলে ঘরে বসেই বই দেখে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই পথেই হাঁটল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সমস্ত পরীক্ষার্থীদের জন্য ঘরে বসে বই দেখে (Pen Book Exam) পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। সোমবার যাদবপুরে ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে পড়ুয়াদের মেল বা হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে। এরপর পরীক্ষার্থীরা বাড়িতে বসেই উত্তর লিখে অনলাইনেই সেটা পাঠিয়ে দেবে। তবে যদি কোনও পড়ুয়ার কাছে স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তবে তাঁর বাড়িতে ডাকযোগে প্রশ্নপত্র পাঠানো হবে। একইভাবে উত্তরপত্র গ্রহণ করা হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নেওয়া হবে। ফল ঘোষণা হবে ৩১ অক্টোবরের মধ্যে।
Post a Comment
Thank You for your important feedback