জিও-র গ্রাহক বাড়ল একমাসে ৪৫ লাখ, কমল এয়ারটেল, ভোডাফোনের

 

একমাসে রিলায়েন্স জিও-র নতুন গ্রাহক হয়েছে ৪৫ লাখ। ভোডাফোনের গ্রাহক কমেছে ৪৮ লাখ ২০ হাজার, এয়ারটেলের কমেছে ১১ লাখ ৩০ হাজার। ট্রাইয়ের জুনের মাসিক গ্রাহক তালিকা এই তথ্য দিয়েছে। জুনের শেষে দেশের মোট ওয়্যারলেস গ্রাহক .২৮ শতাংশ কমে হয়েছে ১১৪ কোটি। শহর ও গ্রাম দুই জায়গাতেই গ্রাহক কমেছে। শহরে কমেছে .১৮ আর গ্রামে.৪০ শতাংশ কমে গিয়েছে। শহরের গ্রাহক ৪৫ শতাংশ, গ্রমাঞ্চলের ৪৫,৭ শতাংশ। ব্যতিক্রম রিলায়েন্সের জিও। তাদের ওয়্যারলেস বেস এখন ৩৯ কোটি ৭০ লক্ষ। ভারতী এয়ারটেলের মোবাইল ব্যবহারকারী কমেছে ১১ লাখ ৩০ হাজার। তাদের গ্রাহক ৩১ কোটি ৬০ লাখ। জুনের শেষে ব্রডব্র্যান্ডের গ্রাহক একমাসে বেড়েছে প্রায় ২ শতাংশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post